চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো: হারুনুর রশীদ মনোনয়ন দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১.২০ মিনিটে জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা মো:শাহাদাত হোসেন মাসুদের নিকট মনোনয়ন দাখিল করেন তিনি।
এইসময় উপস্থিত ছিলেন, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: তসিকুল ইসলাম, জেলা যুব দলের আহবায়ক মো: তাবিউল ইসলাম তারিফ।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: