[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৫ পৌষ ১৪৩২

ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এম. হাসান

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রক্তরোগ বিশেষজ্ঞ ডা. এম. মোরশেদ জামান মিঞা, ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের ডিরেক্টর ফরহাদ আহমেদ সায়িম, পরিচালক মো. আব্দুস সামাদসহ প্রতিষ্ঠানের শুভানুধ্যায়ী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। বর্তমান প্রজন্মকে মেধাবী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজন। ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুল পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর