[email protected] বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
১৭ পৌষ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৪:৪০

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে সদর মডেল থানার মেথরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গ্রেফতার যুবকের নাম প্রদীপ দাস (২৮)। তিনি সদর উপজেলার বারঘরিয়া রবিদাস পাড়ার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে গ্রেফতার আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে থানায় সোপর্দ করা হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর