চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাধীন বহেরুল ইলামিত্র গেইট এলাকার দিঘির উত্তর পার্শ্বের পাটাল থেকে দেশীয় অস্ত্র ও অ্যামোনিশন উদ্ধার করেছে র্যাব-৫, রাজশাহী। উদ্ধারকৃত সরঞ্জামগুলি সম্ভবত এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করা হতো।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) অভিযান পরিচালনা করা হয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও অ্যামোনিশন নিরাপদভাবে জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর বিস্তারিত পরিমাণ বা ধরণ সম্পর্কে র্যাব বিস্তারিত তথ্য জানায়নি।
এ ঘটনায় কেউ গ্রেফতার হয়েছে কি না তা এখনও নিশ্চিত করা যায়নি। র্যাব এই ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে, যাতে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: