সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে সদর ও পৌর বিএনপির উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকার কথা তুলে ধরেন।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন টাউন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মাহবুবুর রহমান।
দোয়া মাহফিলে জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটার আব্দুল ওদুদ, ব্যবসায়ী ফারুক হোসেন, শামসুল হক, অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, আব্দুল বারেক, তাসেম আলী, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: