চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩ জানুয়ারি সকাল ১০টায় ইনস্টিটিউটের খেলার মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বিশ্বের যেসব দেশ কারিগরি শিক্ষায় এগিয়ে, তারা উন্নয়নের ক্ষেত্রেও অনেক এগিয়ে রয়েছে। যথাযথ কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, সমাজের সবচেয়ে বড় শত্রু হলো মাদক। মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি এবং মাদক নির্মূলে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: