[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

বিএনপির সমাবেশ শেষে অটোরিকশা চালককে মারধর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩৮
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৮:০৯

আহত অটোরিকশা চালক গোলাম মোর্তুজা (ছবি-আলোকিত গৌড়)

আজ গোবরাতলা ইউনিয়নের মহিপুর মোড়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি তসিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্যরা।

 

সেখানে একজন অটোরিকশা চালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী অটোরিকশা চালক হলেন, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের মোঃ সেরাজুল ইসলামের ছেলে গোলাম মোর্তুজা (২৫)।

অটোরিকশা চালক গোলাম মোর্তুজা বলেন, সমাবেশ শেষে মোটরসাইকেলের বহর নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে বের হওয়ার সময় প্রধান সড়কে যানজট তৈরি হয়। আমি সেই যানজটে আটকে পড়ি। এসময় তারা আমাকে পিছনে সরে যাওয়ার কথা বলে। কিন্তু আমার সামনে বা পিছনে কোনদিকে যাওয়ার জায়গা ছিল না। এসময় 'কোথায় সরবো?' এটা বলার পরেই, আমাকে কলার ধরে গাড়ি থেকে ১০-১২জন মিলে মারধর শুরু করে।

তিনি আরোও জানান, আমাকে মারধর করার সময় অটোতে থাকা আমার স্ত্রী তাদের বাধা দিতে আসলে তারা তাকেও আহত করে।

গোলাম মোর্তুজার ফুফাতো ভাই সাব্বির আহমেদ আলোকিত গৌড়কে জানান, গোলাম মোর্তুজা আমার ফুফাতো ভাই এবং দুলাভাই। সে এবং আমার বোন আমাদের বাসা থেকে সমাবেশের পাশ দিয়ে যাচ্ছিল, সেখানে যানজটের কারণে অটো আটকে গেলে তারা সরতে বলে। এক পর্যায়ে তারা আমার দুলাভাইকে অটো থেকে নামিয়ে কিল ঘুষি মারতে থাকে। এবং আমার বোন সেখানে বাধা দিতে গেলে তখন আমার বোনকেও মারে, গায়ে হাত দেয়, মুখ থেকে নেকাব খুলে ফেলে এবং আহত করে।

সাব্বির বলেন, মারধরের সময় সেখানে চাঁপাই পলশার মনির, তাসেম মেম্বারের চাচাতো ভাই সহ তার আত্মীয় স্বজন কয়েকজন, মহিপুর গ্রামের শরীফ ও আনোয়ারসহ বিএনপির নাম না জানা আরো অনেকে উপস্থিত ছিল।

তিনি বলেন, আমার দুলাভাইয়ের ওপেন হার্ট সার্জারি করা আছে। মারধরের সময় তার বুকে কিল ঘুষির আঘাত লাগায় সে বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে স্থানীয় বিএনপি নেতা ও সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বিষয়টি শুনেছেন।

তিনি বলেন, আমাদের সভা শেষে গাড়িবহর বের হওয়ার সময় অটোটি সেখানে আটকে গেলে স্থানীয়রা অটোরিকশাটি পিছনে সরাচ্ছিল। সে সময় অটোটি একটি মোটরসাইকেলে লেগে মটরসাইকেলটি পড়ে যায়। তখন ঐ মটরসাইকেলের মালিক তার কলার ধরে তর্কাতর্কি হয়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলে, আগামীকাল এবিষয়ে সমাধান করার আশ্বাস দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর