[email protected] বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২

গোমস্তাপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৬

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গোমস্তাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৪ জানুয়ারি ) বিকেল ৪টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপির সাবেক নেতা আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, ভোলাহাট উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিএনপির সাবেক নেতা আব্দুল জব্বার, ড. মফিজ উদ্দিন, নাচোল উপজেলা বিএনপির সাবেক নেতা নুর কামাল, দুরুল হোদা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাশেম মোহাম্মদ মাসুম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, নাচোল কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, পার্বতীপুর ইউনিয়ন বিএনপির নেতা ইয়াসিন আলী সরদার, রাধানগর ইউনিয়ন বিএনপির নেতা মুক্তারুল হক সুমন, চৌডালা ইউনিয়ন বিএনপির নেতা আতাউর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মাওলানা সোলাইমান আলি

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর