[email protected] বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
২৪ পৌষ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে শিক্ষায় এগিয়ে কেরামত আলী, আয়-সম্পদে শাহজাহান মিয়া

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, ১৮:২৩

ছবিঃ বামে জামায়াত মনোনীত এমপি প্রার্থী কেরামত আলী, ডানে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শাজাহান মিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি মনোনীত দুই প্রার্থীর মধ্যে শিক্ষাগত যোগ্যতা, আয় ও সম্পদের ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে এ তথ্য পাওয়া যায়।

হলফনামা অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. কেরামত আলী শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে রয়েছেন। তিনি পিএইচডি ডিগ্রিধারী। বয়স ৬৭ বছর। পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক। 

তার আয়ের উৎস কৃষিখাত, বাড়ি ভাড়া ও অন্যান্য খাত। বার্ষিক আয় দেখানো হয়েছে ৪ লাখ ১০ হাজার টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৮৫ লাখ টাকা। নগদ অর্থ রয়েছে ৬ লাখ ১০ হাজার ৫৭৭ টাকা। অলংকারের মূল্য দেখানো হয়েছে ২০ হাজার টাকা। হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে বর্তমানে পাঁচটি মামলা রয়েছে।

অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া আয় ও সম্পদের দিক থেকে এগিয়ে রয়েছেন। তার বয়স ৭৮ বছর। তিনি এমএ ডিগ্রিধারী এবং পেশায় অবসরপ্রাপ্ত শিক্ষক। 

তার আয়ের উৎস কৃষিখাত, বাড়ি ভাড়া ও ব্যাংক মুনাফা। বার্ষিক আয় দেখানো হয়েছে ২৩ লাখ ৮ হাজার ৬৩৫ টাকা। মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার ৯১৮ টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ২ কোটি ৮২ হাজার ৫৪৮ টাকা। অলংকারের মূল্য দেখানো হয়েছে ১ লাখ টাকা। হলফনামা অনুযায়ী, তার বিরুদ্ধে বর্তমানে ১৫টি মামলা রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যে দেখা যায়, দুই প্রার্থীর মধ্যে শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক অবস্থানে ভিন্নতা রয়েছে। তবে শেষ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ভোটাররাই নির্ধারণ করবেন কে জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব করবেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর