চলমান শীত মৌসুমে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
সংস্থাটির উদ্যোগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে শহরের টাউন ক্লাব প্রাঙ্গণে প্রায় ৬০০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যান, এডভোকেট নুরে আলম সিদ্দিকী (আসাদ)। এছাড়াও উপস্থিত ছিলেন, শাখার সেক্রেটারি মো. খাইরুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মফিজ উদ্দিন, মো. আব্দুর রাজ্জাক, মো. মানিক রায়হান, মো. তোহরুল ইসলাম সোহেল, মোসা. রোজিয়া সুলতানা, সফিউর রহমান, মেহেদী হাসান ও আইরিন পারভীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ শীতার্ত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজ করছে।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা জানান।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: