[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

নাচোলে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা মাঠে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন হয়। এতে নাচোল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রাব্বানী সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দুলাল উদ্দিন খান।

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রাব্বানী সরদার। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। কেউ বিজয়ী হবে, কেউ পরাজিত হবে। এতে মন খারাপ করার কিছু নেই। সবাইকে সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষকসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর