চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত বিশেষ টহল অভিযানে এসব গরু জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা, মাসুদপুর ও ওয়াহেদপুর সীমান্ত এলাকায় চারটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মনাকষা বিওপি কর্তৃক শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৬টি ও ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি, মাসুদপুর বিওপি কর্তৃক চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি এবং ওয়াহেদপুর বিওপি কর্তৃক সূর্যনারায়নপুর ইউনিয়নের তেররশিয়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়।
জব্দকৃত ১৬টি ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২৬ লাখ টাকা। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় যেকোনও ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, শীত মৌসুমে সীমান্ত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: