চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী ৩০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ ঈদগাঁ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় দরিদ্র ও অসহায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে কাজ করাও বাহিনীর অন্যতম অঙ্গীকার। শীতপ্রবণ প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এছাড়া উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফসহ জুনিয়র কর্মকর্তা ও ইউনিটের অন্যান্য বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: