[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

মাহমুদুল তুষার

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৯

সংগৃহিত ছবি

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আকুল আবেদন জানিয়ে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি পেশ করেন জেলা মাধ্যমিক শিক্ষা পরিবার, চাঁপাইনবাবগঞ্জ এর ব্যানারে জেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

 

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি পেশ ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষে চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসার সুপার মো: এন্তাজুল হক,মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার সুপার মোহা: মনিরুল ইসলাম, আলিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: এতাহার আলী, রামজীবনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিমের স্বাক্ষরিত স্মারক লিপিতে সিনিয়র সচিব ও শিক্ষা উপদেষ্টা বরাবর চারটি প্রস্তাবনা উল্লেখ করেন।

এইসময় মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের মধ্যদিয়ে ছাত্র-জনতার বৈষম্য বিরোধী দেশ গড়ার যে স্বপ্ন আমাদের দেখিয়েছে তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি। বিগত পতিত ফ্যাসিস্ট সরকার মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের যে দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে আমাদের স্বপ্নযাত্রায় মাধ্যমিক শিক্ষা আবার জেগে উঠবে।

বক্তারা আরো বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করতে হবে, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ করতে হবে এবং শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

এইসময় আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা দা:সু:ফা: মাদ্রাসার অধ্যক্ষ মাও মুনিরুল ইসলাম, চাঁটাইডুবি আলিম মাদ্রাসার সুপার মাও মুজিবুর রহমান, কালিনগর দাখিল মাদ্রাসার সুপার-মাও:আব্দুল করিম, রামকৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সুপার মাও: ওবায়দুর রহমানসহ আরো বিভিন্ন মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর