চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে অনুষ্ঠানটির আয়োজন করে জেলা শিক্ষা অফিস ও গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় জেলার পাঁচ উপজেলার শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত, জারি গান, রচনা লিখন ও বক্তৃতাসহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করেন।
নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ বলেন, “আজ আমি তিনটি ইভেন্টে অংশ নিয়েছি। আমার জাতীয় পর্যায়ে যাওয়ার লক্ষ্য আছে। এমন প্রতিযোগিতার মাধ্যমে একাডেমিক বইয়ের বাইরে অন্যান্য বই পড়ার সুযোগ পাই এবং জ্ঞানও বৃদ্ধি পায়।”
গ্রিনভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নূর আয়েশা সিদ্দিকা স্নেহা বলেন, “এ ধরনের ইভেন্টে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। আমি আয়োজকদের প্রতি কৃতজ্ঞ।”
জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীরা আগামী ১৫ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: