চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক মানব পাচারকারীসহ চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।
বুধবার (১৪ জানুয়ারি ) সন্ধ্যা ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের চর আলাতুলি ইউনিয়নের বকচর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানব পাচারকারী মো. শাহিনসহ চারজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মো. শাহিনের সহায়তায় তারা রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মোঃ শাহিন, একই জেলার শিবগঞ্জ উপজেলার চককৃতি ইউনিয়নের লাহোলামারী গ্রামের মৃত টুপু আলীর ছেলে মোঃ মিজানুর রহমান, রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার মৃত বেলায়েত হোসেনের ছেলে মোঃ শফিকুল ইসলাম মুন্না (৩৭) ও রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মৃত মনছুর আলীর ছেলে মোঃ তারাজুল ইসলাম (৩১)।
আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানব পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: