[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

রহনপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র উপহার

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৪২

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিভিন্ন শ্রেণীর দুস্থ অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) সন্ধ্যায় রহনপুর কলেজ মোড় ফার্স্টএইড অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট ভবনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রহনপুর পৌর শাখার উদ্যোগে এ শীতবস্ত্র প্রদানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রহনপুর পৌর শাখা সভাপতি মোঃ বাদল আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার গোমস্তাপুর উপজেলা সভাপতি মোঃ আশরাফ ইসলাম।

তিনি বলেন, " বর্তমান সমাজে শ্রমিকরা অবহেলিত আর এই অবহেলিত শ্রমিকদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। আমরা শ্রমিকদের কল্যাণে আছি, ভবিষ্যতেও থাকবো "।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পিএম আইডিয়াল কলেজের প্রভাষক ও শ্রমিক নেতা মোঃ হাবিবুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রহনপুর পৌর শাখার সভাপতি মোঃ দুলাল হোসাঈন সহ ফার্নিচার,রিকশা-ভ্যান ও নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী।

উল্লেখ্য, ফার্নিচার, রিকশা ভ্যান, নির্মাণ শ্রমিক, রেস্তোরাঁ ও রেলওয়ে শ্রমিকদের মাঝে ১০৫ জনকে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর