[email protected] শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
৪ মাঘ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে আলেম সমাজের সাথে নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহিদুর রহমান

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ১৮:৩৪

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে আলেম সমাজের সাথে নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মাদরাসার প্রধান ও শিক্ষকমন্ডলীসহ প্রায় হাজার খানেক ওলামায়ে কেরামের উপস্থিতিতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবু জার গিফারী এবং সভাপতিত্ব করেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুস সবুর।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, খোদাভীরু নেতৃত্ব ছাড়া দুর্নীতি মুক্ত নেতৃত্ব পাওয়া সম্ভব নয়। ভোটের আমানত কোন কোন বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পন্ন ব্যক্তিকে প্রদান করা উচিত, এটা আলেম সমাজকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, দুর্নীতি মুক্ত নেতৃত্বের পাঁচ বছরের বাজেট দিয়ে ১৫ বছরের উন্নয়ন করা সম্ভব। নেতৃত্বই যদি দুর্নীতিযুক্ত হয় তাহলে পুরো সমাজ দুর্নীতি মুক্ত তার বা তাদের দ্বারা সম্ভব নয়।

মাওলানা আবু জার গিফারী বলেন, ভোট একটা পবিত্র আমানত। এই ভোটের মাধ্যমে কেউ যদি অনিয়ম দুর্নীতি করে তার দায় যারা ভোট দিয়েছে তাদের উপর বর্তাবে।

তিনি আরও বলেন, আল্লাহ দয়া করে আমাদের এই পরিবেশ দিয়েছেন। এই পরিবেশ আমাদের কাজে লাগাতে হবে। চাঁপাইনবাবগঞ্জের পরিবর্তনে ওলামায়ে কেরাম একটি দিকবিজয়ী ভূমিকা পালন করবে।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ডঃ মোঃ ইমরান হোসেন, শংকরবাটি হেফজুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক রহমানী, চাঁপাইনবাবগঞ্জ মহিলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ ইলিয়াস উদ্দিনসহ চাঁপাইনবাবগঞ্জের খাতনামা ওলামায়ে কেরামগণ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর