সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাধানগর ইউনিয়নের কায়েমপুর ঈদগাহ ময়দানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোমস্তাপুর পূর্ব থানা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোমস্তাপুর পূর্ব থানা শাখা সভাপতি মাহফুজ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জনাব মুজাহিদ ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) হাবিবুর রহমান হলের ভিপি আহমেদ আহসানুল্লাহ ফারহান এবং রাকসুর সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু সালেহ সিফাত।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা সভাপতি সালাহউদ্দিন সোহাগ ও সেক্রেটারি মো. আব্দুল্লাহসহ জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ, নৈতিকতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে ক্যারিয়ার গঠনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সিঙ্গেল ডিজিট অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: