[email protected] মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
৬ মাঘ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ ও ৬টি গরু জব্দ

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ২৩:৫৪

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক চারটি অভিযানে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় মদ ও ছয়টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৯ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহলদলেরঅভিযানে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া গ্রামে ফতেপুর বিওপির অভিযানে ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একই দিনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে বাখেরআলী বিওপির অভিযানে দুটি গরু আটক করা হয়।
 
অপরদিকে, জহুরপুরটেক বিওপির আওতায় পৃথক দুটি অভিযানে সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের সালাম মেম্বারপাড়া গ্রাম থেকে দুটি এবং তেকোনাপাড়া গ্রাম থেকে আরও দুটি গরু জব্দ করা হয়।
 
জব্দকৃত ভারতীয় মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
 
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। শীত মৌসুমে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর