[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজায়; মদ্যপান ও উচ্চস্বরে গান বাজনা না করার পরামর্শ

জাহিদুর রহমান

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১২

চাঁপাইনবাবগঞ্জে দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা (ছবি-আলোকিত গৌড়)

চাঁপাইনবাবগঞ্জে দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বুধবার ( ২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা আয়োজন করা হয়।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিজিবির রহনপুর ব্যাটেলিয়ানের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম।

পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতি বিবেচনায় বন্যা কবলিত মানুষদের সহযোগিতার কথা বিবেচনা করে, পূজার খরচ কমিয়ে প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে অংশগ্রহণ করার আহ্বান জানান।

দূর্গাপূজায় নিরাপত্তার বিষয়ে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে এবছর নিরাপত্তার বিষয়টি অনেক বেশী গুরুত্বপূর্ণ। অসাম্প্রদায়িক জেলা হওয়া চাঁপাইনবাবগঞ্জ ইতিপূর্বে কখনও কোন অপৃতিকার ঘটনা ঘটেনি। তবে এবার সুযোগ সন্ধানী মহলের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, বাংলাদেশটা আমাদের, আমরা অন্তবর্তী সরকারের দেওয়া নিয়ম মেনে চলবো। আমরা কোন ধরনের বিশৃঙ্খলা করব না। এবং আমাদের প্রতিটি মন্ডপে মাদকমুক্ত পূজা করতে হবে।

তিনি আরোও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, জামায়াতে ইসলামী, বিএনপিসহ বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ রাখছেন। তারা আমাদের পাশে আছেন।

জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, উৎসব হিসেবে আনন্দ উদযাপন তো করতেই হবে, তবে এমন উচ্চস্বরে গান-বাজনা বাজানোর বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে যাতে মানুষের কষ্ট না হয়।

সভায় আইন-শৃঙ্খলা বিভাগের বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ, চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সকল উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ, পল্লী বিদ্যুৎ ও নেসকোর প্রতিনিধিগণসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর