বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় হুজরাপুর জোড়া মন্দির এর পূর্ব দিকে নিজস্ব অফিস ভবনের সামনে কর্মসূচিটি পালিত হয়। এই সময় প্রায় দুইশত গাছ রোপন ও বিতরণ করা হয়।
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় হুজরাপুর জোড়া মন্দির এর পূর্ব দিকে নিজস্ব অফিস ভবনের সামনে কর্মসূচিটি পালিত হয়। এই সময় প্রায় দুইশত গাছ রোপন ও বিতরণ করা হয়।
মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতোন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো: তসিকুল ইসলাম (তসি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা প্যানেল মেয়র মোসা: নাজনিন ফাতেমা (জিনিয়া), পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মারুফুল হক, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সভাপতি শ্রী চন্দন পান্ডে সহ সংস্থাটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তসিকুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে তীব্র গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই থেকে বাঁচার উপায় হচ্ছে বনায়ন করা। ভালো একটা পরিবেশের জন্য বনায়ন করা জরুরি। তিনি আরও বলেন, মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার যে উদ্যোগ নিয়েছে সেটাকে সাধুবাদ জানায়,আমি ব্যক্তিগতভাবেও বনায়নের জন্য উদ্যোগ গ্রহন করেছি। উপস্থিত বক্তারা আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণের বিকল্প নাই। আমরা পরিবেশ যদি রক্ষা করতে চাই তাহলে সকলে মিলে আমাদের এই কর্মসূচিগুলো গ্রহন করতে হবে।
আলোকিত গৌড়/এফ.এ
মন্তব্য করুন: