alokitogour@gmail.com শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

নদী তীরবর্তী এক হাজার ৩৫৪ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ফসলের খেত নিমজ্জিত, বেড়েছে পদ্মাসহ তিন নদীর পানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৫

সংগৃহিত ছবি

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মাসহ তিন নদীতে পানি বেড়েছে। এতে ডুবে গেছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের জমি।

নদী তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দারা জানায়, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা এই তিনটি নদীতে ১০ দিন থেকে পানি বাড়তে শুরু করেছে। এর ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল চরাঞ্চলের বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাচ্ছে। চলতি মৌসুমের ফসল মাসকলাই ও বিভিন্ন শাকসবজির জমিতে পানি ঢুকে পড়েছে।

চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. পলাশ সরকার জানান, তিন নদীর পানি বাড়ায় এ পর্যন্ত জেলা সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার নদী তীরবর্তী এক হাজার ৩৫৪ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। এসব ফসলের মধ্যে রয়েছে রোপা আউশ, মাসকলাই, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাকসবজি। প্রায় চার হাজার ৫৮৫ কৃষক ক্ষতির মুখে পড়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব জানান, উজানে ভারতে অধিক বৃষ্টিপাতের কারণে পদ্মাসহ তিনটি নদীর পানি বাড়ছে।

আগামী কয়েকদিনের মধ্যে পানি কমতে পারে বলে জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় পদ্মায় পাঁচ সে.মি., মহানন্দায় ছয় সে. মি. ও পুনর্ভবায় ১০ সে. মি. পানি বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর