বাংলাদেশ জামায়াতে ইসলামি রানিহাটি ইউনিয়নের উদ্যোগে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে । বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চার ঘটিকায় রামচন্দ্রপুর হাটে (আনোয়ার মার্কেট) জামায়াতের প্রায় দুই শতাধিক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামি রানিহাটি ইউনিয়ন আমির আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি জেলা নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীম, সহকারি সেক্রেটারি আব্দুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান বলেন, রামচন্দ্রপুর হাটে কোন ধরনের চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আপনারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করবেন, আপনাদের পাশে জামায়াতে ইসলামী আছে এবং থাকবে।
তিনি আরও বলেন, কেউ চাঁদাবাজি করতে চাইলে সবাই নিজ নিজ দোকান থেকে প্রতিরোধ গড়ে তুলবেন। স্বৈরাচারী সরকার ১৫ বছর যাবত চাঁদাবাজি করেছে এখন অন্য কেউ চাঁদাবাজি করার চেষ্টা করছে। আমরা এছাড়াও ব্যবসায়ীদের উপরে হামলা নির্যাতনের নিন্দা জানাই।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: