ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর মেইন গেইট থেকে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলটি শহরের মহানন্দা সেতু পার হয়ে ক্লাবসুপার মার্কেটের সামনে এসে অবস্থান নেয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পলিটেকনিকের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে পুনরায় তারা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্দেশ্যে মিছিলটি রওনা করে।
এ সময় বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, চলতি মাসের শুরুর দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ। যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা।
তারা আরোও বলেন, আমাদের নবি কে নিয়ে যদি কটুক্তি করা হয় তাহলে শুধু ভারতের বর্ডার নয়, বরং সব বর্ডার আমরা ভেঙ্গে উড়িয়ে দিবো। যদি অপরাধিদের চূড়ান্ত বিচারের আওতায় না আনা হয় তাহলে আমরা ভারতের বর্ডার ভেদ করে আন্দোলন করবো।
পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে বলেও জানান শিক্ষার্থীরা।
প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির আহ্বান জানান তারা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: