[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে বন্যার্তদের পাশে জেলা স্বেচ্ছাসেবী প্লাটফর্ম

মাহমুদুল তুষার

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৯

ছবি: আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জ উপজেলাধীন বন্যা কবলিত গ্রামসমুহের অসহায় মানুষদের সহযোগিতার জন্য প্রায় ২৫০ টি পরিবারের মাঝে শুঁকনো খাবার, ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল আটটায় মনিটরিং টিম ও মেডিকেল টিম রওনা দেয় বিভিন্ন গ্রামে। সেখানে গিয়ে যাদের একদম খাবার স্বল্পতা রয়েছে সেসব অসহায়দে মাঝে শুকনো খাবার দেয়া হয় এবং মনিটরিং করে মেডিকেল টিমের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, চরপাঁকা ইউনিয়নের লক্ষীপুর, শিয়ালপাড়া, নিশিপাড়া, কদমতলা সহ কয়েকটি গ্রামে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম -এর স্বেচ্ছাসেবীরা এই উপহার সামগ্রী তুলে দেন ও সেবা প্রদান করেন।

দিনব্যাপী চলমান এই কার্যক্রম বিকাল ৪ টায় সম্পন্ন হয়।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর