চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১শ' ৬১ বোতল ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় নাহিদ ইসলাম (২২) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের পাশের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত নাহিদ শিবগঞ্জে চাকপাড়া ঢুলিপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের একটি চালান সরবরাহ করবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমনুরা বাজারস্থ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে চালককে থামানো হয়। পরে মোটরসাইকেলের বিভিন্ন অংশের ভিতর রক্ষিত অবস্থায় ১৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: