[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

আমি এসএমএস যাচাই করে সত্য বলে মনে করি কিন্তু আমি অ্যাকাউন্টে টাকার পরিমান যাচাই করে দেখি নি।

এক কিশোরীর ২০,০০০ টাকা হাতিয়ে নিয়েছে বিকাশের প্রতারক চক্র

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৭
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৯

ফাইল ছবি

অতিরিক্ত প্রলোভন দিয়ে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কলেজ পড়ুয়া এক কিশোরীর কাছ থেকে ২০.০০০ টাকা হাতিয়ে নিয়েছে বিকাশের প্রতারক চক্র।

মেয়েটির রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজে ডিগ্রীতে শিক্ষার্থী।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯ টাই রহনপুর কলেজ মোড়ে।

ভূক্তভোগী বলেন- আমার ফোনে একটু ভূয়া এসএমএস পাঠিয়ে আমাকে ফোনে জানানো হয় যে আপনার বিকাশ অ্যাকাউন্টে পুরস্কার হিসেবে ২০,০০০ টাকা পাঠানো হয়েছে। তখন আমি এসএমএস যাচাই করে সত্য বলে মনে করি কিন্তু আমি অ্যাকাউন্টে টাকার পরিমান যাচাই করে দেখি নি।

এরপর আমাকে ফোন দিয়ে জানানো হয় যে, আমি যদি আরো ২০,৫০০ টাকা একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে পাঠাই তাহলে আমাকে পুরস্কার হিসেবে আরো ২০,০০০ দিবে বলে আমাকে একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেই।
তখন আমি তাদের কথায় প্ররোচিত হয়ে ঐ নাম্বারে ২০,৫০০ টাকা পাঠাই। কিছুক্ষন অপেক্ষা করার পর দেখি আমার ফোনো আর কোনো এসএমএস আসছে না। তখন আমি বিকাশ অ্যাকাউন্টে টাকা যাচাই করে দেখি আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই।

তখন আমি ঐ নাম্বারে যোাগাযোগ করলে আমাকে বলে যে, আরো ১৫০০০ টাকা পাঠালে আমাকে নাকি বিশ হাজার টাকা সহ ৩৫,০০০ হাজার টাকা পেয়ে নিবো। অবশ্য তারা ইতিপূর্বে আমার কাছ থেকে এসএমএসে দেওয়া একটি কোড নাম্বার নিয়েছিলো।

এই কথা বলায় তখন আমার মনে সন্দেহের সৃষ্টি হয় এবং পুরো বিষয়টা আমি টেলিকম দোকানদারকে বললে তিনি বলেন আমি প্রতারনার শিকার হয়েছি।

পরিশেষে, বিষয়টি আশপাশের লোকজন জেনে যায় এবং বিভিন্ন ফোন থেকে ফোন করলে তাদের নাম্বারগুলো বন্ধ পাওয়া যায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর