চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে প্রগতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ দিন ব্যাপি মোট ১৬টি দলের অংশগ্রহণে দেবীনগর হাইস্কুল মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন দেবীনগর প্রগতি সংঘের সভাপতি জনাব মামুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম, প্রগতি সংঘের উপদেষ্টা আব্দুল হান্নান বিশ্বাস ও কসিমুদ্দিন মাস্টার, দেবীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, দেবীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস(পলাশ), দেবীনগর দ্বী-মূখি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, দেবীনগর ইউনিয়নের ফুটবল প্রেমিক দর্শকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিগণ এবং গণমাধ্যমকর্মীরা।
৩দিন ব্যাপি চলা এই টুর্নামেন্টের আজকে সমাপনী দিনে সেমিফাইনালের দুটি ম্যাচ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ব্রাদার্স কিংস(দেবীনগর) বনাম বন্ধু বিজ ভান্ডার(গোদাগাড়ী) দল। তুমুল লড়াইয়ে ব্রাদার্স কিংস(দেবীনগর) চ্যাম্পিয়ন ও বন্ধু বিজ ভান্ডার(গোদাগাড়ী) রানার্স আপ হয়। পরে খেলার রাফেল ড্র ও চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়নদের মোটরসাইকেলসহ ট্রফি ও রানার্স আপদের ফ্রিজসহ ট্রফি প্রদান করা হয়। এবং খেলায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
টুর্নামেন্ট শেষে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ বলেন, তরুণরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আজকে নতুন স্বাধীনতা অর্জন করেছে এটিকে আকড়ে ধরে রাখতে হবে। গ্রামে-গ্রামে, শহরে-বন্দরে আজকে ক্রীড়াকে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরোও বলেন, আমি তাদের নতুন ভবন বানিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু জায়গা স্বল্পতার কারণে তা হয়ে ওঠেনি। এলাকাবাসীর দাবি ছিলো, একটি মিনি স্টেডিয়াম তৈরী করে দিতে হবে। আমরা চেষ্টা করবো, এখানে একটি মিনি স্টেডিয়াম তৈরি করে দিয়ে এলাকার ক্রিয়া প্রেমিকদের খেলাধুলার পথ আরোও সুগম করে দিবো।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: