[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০:০২

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন (ছবি-আলোকিত গৌড়)

চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি প্রণয়নের দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ছানোয়ার হোসেন, ডিজিএম (সদর কারিগর) প্রকৌশলী ফিরোজ জামান, রেজাউল করিম, ডিজিএম শিবগঞ্জ অফিস, ফখর উদ্দিন, ডিজিএম ভোলাহাট, প্রকৌশলী আমিনুর রসুল ওপেল, এজিএম (ওএন্ডএম), মহারাজপুর অফিস, প্রকৌশলী জুবায়ের আহমেদ, এজিএম (ইএন্ডসি), আহমেদ সালমান তারিক, এজিএম (আইটি), কালিপদ সরকার, এজিএম, সাহাপাড়া অফিস, আরিফুর রহমান, এজিএম (প্রশাসন), সোহেল রানা তরফদার, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তব্যে তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্ন মানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করা হচ্ছে। এবং গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূত করার দাবী জানান তারা।

উল্লেখ্য, মানববন্ধন শেষে পল্লী বিদ্যুৎ সমিতির জেলা নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর দাবী সংবলিত স্মারকলিপি প্রদান করেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর