চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর রহনপুরে বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সাঃ) এর কটুক্তি ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন রহনপুরের তৌহিদি জনতা।
আজ শুক্রবার ( ৪ অক্টোবর) জুম্মার নামায শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাধারন মুসল্লিরা বিভিন্ন মসজিদ থেকে জুম্মার নামায শেষে ঝাঁকে ঝাঁকে মিছিল নিয়ে রহনপুর কলেজমোড়ে একত্রিত হয়। এরপর মিছিলটি কলেজমোড় হতে খোয়ারমোড় হয়ে উপজেলা চত্বরে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভার বক্তব্যে " বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান,, দুনিয়ার মুসলিম এক হও, এক হও"।
যারা রাসুল ( সাঃ) নিয়ে কটুক্তি করে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং যারা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে তাদের কঠোরভাবে শাস্তি দেওয়া হবে।
এ বিক্ষোভ মিছিলে সাধারণ জনতার সাথে ছাত্র জনতা, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: