চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাতে সাইরুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিলসিংড়ি মোমনিপাড়া এলাকায় মাঠে গরু চরানোর সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
মারা যাওয়া কিশোর নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাড়ি গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে।
এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওস) মো. মনিরুল ইসলাম ও ফতেপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য সাবের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তারা জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে বিলসিংড়ি মোমনিপাড়া এলাকায় গরু চরাচ্ছিল সাইরুল ইসলাম। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: