[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

আসাদুল্লাহ

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৪, ১৭:১৮

ছবি- আলোকিত গৌড়

“দাবী মোদের একটাই, রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই” স্লোগানে সকল ধরণের রাজনীতি নিষিদ্ধের দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (৭ অক্টোবর) সকালে পলিটেকনিকের মেইন গেট থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনার এসে একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ শোয়াইব বলেন, এই অসুস্থ রাজনীতি যদি থাকে তাহলে কেউ নিরাপদে মেসে, বাসা বাড়িতে কিংবা হোস্টেলে একটা রাত ও কাটাতে পারবা না। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিলো তখন তোমাদের বড় ভাইদের নিষেধ করা হয়েছে। এটা কোন প্রসাশন করে নাই এটা করেছে এই অসুস্থ রাজনীতি। প্রত্যেকটা মেসে গিয়ে প্রত্যেকটা শিক্ষার্থীকে হুমকি দেয়া হয়েছে। সকাল ৮ মধ্যে রুম খালি করার জন্য হুমকি দেয়া হয়েছে।

তিনি আরোও বলেন, যে রাজনীতি আমার বোনের সুরক্ষা দিতে পারবে সে রাজনীতি করব, আমি যে রাজনীতিতে শিক্ষার্থীদের দাবিতে আমার আগে উপস্থিত থাকবে সে রাজনীতি করব আমি। গত একটা সময়ে আমরা আনুষ্ঠানিক ভাবে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করেছিলাম। কিন্তু আজকে আমরা সম্পূর্ণ রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করলাম।

তার এই বক্তব্যে সকল শিক্ষার্থী একাত্বতা পোষণ করে মানববন্ধন শেষ করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর