[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

আবরার ফাহাদ স্মরণে রহনপুর কলেজ ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণ সভা

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৪, ১৪:৪৯
আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ১৫:১০

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্র, দেশ প্রেমিক শহীদ আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ ছাত্রদল শাখার উদ্যোগে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে এ মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রদল নেতা আজিজুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মাহবুব, হিমেল সহ অন্যান্য ছাত্রদল নেতা-কর্মীরা অবশ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পিটিয়ে হত্যা করে।
ভারত- বাংলাদেশের কিছু চুক্তির প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছিলো।

তারই স্মরণে ও নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গনতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে এ মৌন মিছিল ও স্মরণ সভা পালিত হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর