[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রহনপুর পৌর জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিলের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৪, ১৬:০৭

ছবি- আলোকিত গৌড়

বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌর শাখার উদ্যোগে ঈদে সিরাতুন্নবী (সাঃ) সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৮ অক্টোবর ) বাদ মাগরিব স্টেশন আমবাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিরাত মাহফিলের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ - ২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড.মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা কর্ম পরিষদ সদস্য ডাঃ আব্দুল গনি। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা শিবির সভাপতি মুক্তারুল ইসলাম।

পৌর আমির মুনিরুজ্জামানের সভাপতিত্বে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পিএম আইডিয়াল কলেজের জেষ্ঠ প্রভাষক ড. মিজানুর রহমান
তিনি বলেন - সমাজে সুদ, ঘুষ, যেনা, অবিচার দূর করতে হলে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

এছাড়াও রাসুল (সাঃ) সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন তরিকুল ইসলাম বকুল , প্রভাষক মুনিরুজ্জামান, ডাঃ আব্দুল গনি, মুক্তারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর