alokitogour@gmail.com বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

পূজা মণ্ডপ পরিদর্শন করলেন রহনপুর পৌর জামায়াতের নেতৃবৃন্দ

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৪, ২২:৩৯
আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ২২:১০

ছবি- আলোকিত গৌড়

ছবি- আলোকিত গৌড়

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার সকল পূজা মন্ডপ পরিদর্শন ও সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রহনপুর পৌরসভা শাখার নেতৃবৃন্দ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রহনপুর পৌর জামায়াতের আমির মনিরুজ্জামানের নেতৃত্বে পৌর এলাকার সবকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন রহনপুর পৌর জামাতের একটি প্রতিনিধি দল। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি মাইনুল ইসলাম, পৌর শিবিরের সেক্রেটারি আসিফ ইকবাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় রহনপুর পৌর জামায়াতের নেতৃবৃন্দ বিভিন্ন মন্ডবের দায়িত্বরত ব্যাক্তিবর্গ এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্মকর্তাবৃন্দের সাথে কথা বলেন এবং পূজায় সকল প্রকার নিরাপত্তা বজায় রাখার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ বিষয়ে নেতৃবৃন্দ আরো বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো কুচক্রী মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পূজার শেষদিন পর্যন্ত আমাদের পৌর জামায়াতের সকল পর্যায়ের নেতা-কর্মী সর্বদা সজাগ দৃষ্টি রাখবে।

জামায়াতের ইসলামীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবং শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা কামনা করেন রহনপুর পৌর পূজা উদযাপন কমিটি।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর