শিবগঞ্জ উপজেলার দায়িত্বরত সমাজসেবা কর্মীরা উপজেলাধীন সকল পূজামণ্ডপ গুলো পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ সমাজসেবা কার্যালয়, শিবগঞ্জ উপজেলার দায়িত্বরত সমাজসেবা কর্মীরা উপজেলাধীন সকল পূজামণ্ডপ গুলো পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন । উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস জানান, এখন পর্যন্ত পূজামণ্ডপগুলোয় শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশ রক্ষায় শিবগঞ্জ উপজেলা প্রশাসনের মনিটরিং সেল ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ৮২৮ জন সদস্য নিয়মিত দায়িত্ব পালন করছেন । এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনী সহ গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতিতে সম্পূর্ণ নিরাপত্তায় সুন্দরভাবে দূর্গাপূজা উদযাপন হচ্ছে বলে জানান তিনি । জানতে চাইলে পরিদর্শনকারী ইউনিয়ন সমাজকর্মী মোহা: রাহাতুজ্জামান রাহাত বলেন, উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ভোলামারী চাঁদপুর দুর্গাপুজা কমিটি, বাগবাড়ি মিয়াপুর দুর্গা মন্দির, চাকলা সার্বজনীন দুর্গা মন্দির, কাশিয়াবাড়ী দুর্গাপূজা কমিটি, ধোবড়া সনাতন সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, তেলকুপি সার্বজনীন দূর্গা মন্দির, বালিয়াদিঘি সার্বজনীন গৌড় দুর্গা মন্দির পরিদর্শন করা হয়েছে । এসময় তিনি যেকোনো সহযোগিতার জন্য সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন । পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অত্র পূজামণ্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওয়ার্ড সদস্য সহ অন্যান্যরা ।
মন্তব্য করুন: