যুব বিভাগ নাচোল সদর ইউনিয়ন কর্তৃক আয়োজিত রাসুল ( সাঃ) এর সিরাত মাহফিলের আলোচনায় ড. মিজানুর রহমান বলেন - ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যান রাস্ট্র গড়ে তোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজ।
শুক্রবার (১১ অক্টোবর ) সন্ধ্যায় নাচোল ভেরেন্ডী বাজার সংলগ্ন ভেরেন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নাচোল সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ও বক্তব্য দেন নাচোল উপজেলা আমির অধ্যাপক ইয়াকুব আলি, সেক্রেটারি মোবারক হোসেন, উপজেলা নায়েবে আমির মাও. ইসহাক আলি, নাচোল সদর ইউনিয়ন আমির ইঞ্জিনিয়ার মেসবাউল হক গনি, সেক্রটারি ডাঃ আদুল জলিল, মুজাহিদুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: