“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি’’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
রোববার (১৩ অেক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ কখনো বলে আসে না। যেকোনো মুহুর্তে দুর্যোগ আসতে পারে। তাই নিজেদেরকে সর্তক থাকতে হবে এবং দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সাবধান থাকলে অনেক দুর্যোগে বড় ধরণের ক্ষতি এড়িয়ে যাওয়া সম্ভব। বাড়ি এমনভাবে তৈরি করতে হবে যাতে তা দুর্যোগ সহনীয় হয়। এমনভাবে করা যাবে না, যেটা দুর্যোগের কারণ হয়।সাহসিকতার সঙ্গে দুর্যোগ মোকাবেলা করতে হবে। প্রয়োজনে ফায়ার সার্ভিসের সহযোগিতা নিতে হবে এবং তাদের খবর দিতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, একাডেমি সুপারভাইজার মুরশেদুল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা তরুন কুমার ঘোষ, উপজেলা সহকারী শিক্ষা অফিস রফিকুল ইসলাম, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজমসহ অন্যরা।
এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্ণিল মহড়া প্রদর্শিত হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: