[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্বদাই শ্রমিকদের কল্যাণে কাজ করে - ড. মিজানুর রহমান

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ২৩:২৬

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোমস্তাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সিরাত মাহফিলের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড. মিজানুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোমস্তাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সিরাত মাহফিলের আলোচনায় প্রধান অতিথি ড. মিজানুর রহমান বলেন - শ্রমিকদের পাশে থাকা ও তাদের কল্যাণে কাজ করাই হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ।

 

রবিবার (১৩ অক্টোবর ) বিকালে প্রসাদপুর কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আনোয়ার হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও রহনপুর পৌর সভাপতি ডাঃ বাদল আলির উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাবালুন নুর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসা চাঁপাইনবাবগঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক হাফেজ কারী মাওঃ গোলাম রাব্বানী।

অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাও. শাহ আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক তরিকুল ইসলাম বকুল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর