চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আহুড়া যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৫ ( অক্টোবর ) বিকালে আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দি দল হিসেবে নাচোল নতুন পাড়া বনাম মারকৈল ফুটবল দল অংশগ্রহণ করেন।
আবুল কালাম আজাদ (বাবু) এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ মানবিক কল্যান ফান্ডের সভাপতি অধ্যক্ষ মোঃ গাজীউল আলম, আহুড়া যুব উন্নয়ন ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ শাহরিয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আবুল হোসেন, হারুন অর রশীদ, জামায়াত নেতা মোঃ মুনিরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ গোলাম কবির, মোঃ জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত ফাইনাল খেলায় বিজয়ী নাচোল নতুনপাড়া ফুটবল দলকে দশ হাজার ও প্রতিপক্ষ দলকে সাত হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: