চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে সদর উপজেলার চর-আলাতুলী, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ। সেখানে তারা তাদের দুঃখের কথা তুলে ধরেন।
বুধবার (১৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তারা বলেন, আওয়ামীলীগ ক্ষমতা থাকাকালীন সাবেক এমপি আব্দুল ওয়াদুদ এর কিছু লোক এই অবৈধ বালু উত্তোলন শুরু করে। সরকার পরিবর্তন হয়ে গেলেও তাদের সেই কর্মকাণ্ড এখনো চলমান। আমরা বাধা প্রদান করতে গেলে আমাদের প্রতি চড়াও হয় তারা এবং আমাদের ওপর সন্ত্রাসী ভাড়া করে হামলা হুমকি দেয়।
স্থানীয়রা জানান, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন দিন দিন বেড়ে চলেছে। বালু উত্তোলনের সঙ্গে নদী ভাঙ্গনও বাড়ছে। যার ফলে অনেকে ঘর ছাড়া আবার অনেকের কৃষি জমি নদীতে তলিয়ে যাচ্ছে। আবার শাহজাহানপুর ইউনিয়নের চর দুর্লভপুর গ্রামে পদ্মা নদীর তীরে অবস্থিত মোহনা পার্কটি বালু উত্তোলনের কারণে আজ হুমকির মুখে ।
সেখানে সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান বলেন, উপজেলার ১৪টি ই্উনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন ঘেষে পদ্মা নদী প্রবাহিত হচ্ছে। বালু উত্তলনের ফলে সেখানে শুধু হাজার হাজার মানুষ নয়, স্কুল, কলেজ, মাদ্রসা, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় গুলোও আজ হুমকির সম্মুখীন। যদি বালুমহলের টেন্ডার কাউকে দেওয়া থাকে তাহলে তা অনতিবিলম্বে বাতিল করতে হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। সেখানে উল্লেখযোগ্য কয়েকটি দাবী উত্থাপন করা হয়। সেগুলো হলো- অবিলম্বে বালুমহার বাতিল করতে হবে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরণ দিতে হবে। হয়রানি ও হুমকি দাতাদের তদন্ত করে আইনের আওতায় দিতে হবে। ভবিষ্যতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। ভুক্তভোগীদের সর্বএ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: