চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার বিভিন্ন পেশার ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা শাখা।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার বিভিন্ন পেশার ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা শাখা।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নাচোল বেগম মহসীন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নাচোল পৌরসভা আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে ও নাচোল উপজেলা নায়েবে আমির ডাঃ রফিকুল ইসলামের উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা আমির অধ্যাপক ইয়াকুব আলি, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইয়াহিয়া খালেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম । চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সমিতির ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: