[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে পরিবহন শ্রমিকদের অর্থ সহায়তা প্রদান

আসাদুল্লাহ

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪, ১৪:৩১
আপডেট: ২০ অক্টোবর ২০২৪ ২২:১০

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সদস্যদের ছেলে মেয়ের বিবাহের বরাদ্দকৃত অর্থ ও মৃত সদস্যদের পরিবারবর্গকে এককালিন অর্থ প্রদান করেছে জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।

 

রবিবার (২০ অক্টোবর ) বেলা সাড়ে দশটায় চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন শ্রমিক ইউনিয়নের নিজ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এ নগদ অর্থ বিতরণ করা হয়।

সেখানে চারজন জন মৃত সদস্যের পরিবারকে প্রায় ৩০ হাজার এবং ১২ জন সদস্যদের ছেলেস-মেয়ের বিয়ের জন্য প্রায় ৭০ হাজার টাকা করে শ্রমিকের পরিবারের মাঝে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক এবং জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর গোলাম রাব্বানী, শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ বিভিন্ন পর্যারের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, শ্রমিকরা অবহেলিত, শ্রমিকদের তাদের নায্য অধিকার দেওয়া হয় না। তারা নিয়মিত মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে দিনপার করেন। তাদেরকে কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।এছাড়াও তিনি  শ্রমিকদের সুখে - দু:খে পাশে থাকর আশ্বাস দেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর