চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে শহরের স্বপ্নিল কমিউমিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: এনায়েতুল্লাহ-র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে আমীর এবং নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি নূরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জোন এর সহকারি পরিচালক মাওলানা আব্দুস সবুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, চাঁপাইনবাবগঞ্জ ট্রাক ট্রাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক সভাপতি কামাল উদ্দিন, জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর গোলাম রাব্বানি, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম সহ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অনান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকের মজুরী দিয়ে দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাই, প্রত্যেক ঈদের আগে রাস্তায় না নামলে তারা তাদের বকেয়া বেতন পাইনা। শ্রমিকদের আমি অনুরোধ করবো, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না হওয়ার জন্য। শ্রমিকদের নিজেদের অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে।
তিনি বলেন, আমাদের শ্রমিকদের সাথে মেশার এবং তাদের পাশে থেকে ভূমিকা পালন করার সুযোগ দেওয়া হয়নি। শ্রমিকদের প্রকৃত চ্যালেঞ্জগুলো চিন্হিত করে দেশ এবং জাতিকে রক্ষার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ভূমিকা রাখতে দেয়নি বিগত সরকার। এখন শ্রমিকদের প্রকৃত সমস্যাগুলো চিন্হিত করে সমাধান করা দরকার।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: