[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর দাবি জানান হারুনের।

রাষ্ট্রপতিকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি এমপি হারুনের।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪, ২২:৩৫

সংগৃহিত ছবি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অবিলম্বে বহিষ্কার করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সোমবার (২১ অক্টাবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাটের বকুলতলা মাঠে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় শেখ হাসিনাকে পুনর্বাসনে নতুন করে ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে হারুনুর রশীদ হারুন বলেন, ‘ আজকে (সোমবার) দুপুরে শুনলাম রাষ্ট্রপতি চুপ্পু বলেছেন, শেখ হাসিনা যে পদত্যাগ করেছে, তার (রাষ্ট্রপতির) কাছে নাকি কোন দলিল পত্র নেই। রাষ্ট্রপতি মিথ্যাচার করছেন, কাজেই প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে দাবি জানাচ্ছি, রাষ্ট্রপতিকে বহিষ্কার করে দ্রুত গ্রেফতার করা হোক। রাষ্ট্রপতিকে অপসারণসহ গ্রেফতার করা না হলে আমরা রাস্তায় নামবো অবরোধ করবো।
তিনি বলেন, ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি জাতির উদ্দ্যেশে ভাষণে বলেছেন, শেখ হাসিনা পদত্যাগের কারণে জাতীয় সংসদ ভেঙ্গে দিলাম। জাতীয় সংসদ ভেঙ্গে দেয়ার পর ৮ তারিখে অর্ন্তবর্তীকালিন সরকার গঠন করা হয়। অথচ চুপ্পু সাহের জাতির সঙ্গে মিথ্যেচার করছেন’।

রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা যুব দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. জামিউল হক সোহেল, ছাত্র দলের সাবেক নেতা মিম ফজলে আজিমসহ অন্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শামসুল হক, বিএনপি নেতা আবদুল বারেক, তাসেল আলী, ইউসুফ আলী লাবলু, জেলা যুবদলের সাবেক নেতা মজিবুর রহমান মজু, বারঘরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফাইজুদ্দিন ইসলাম কালু, জেলা তাঁতীদলের সদস্য সচিব মতিউর রহমান।
জনসভায় শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর