[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে সালেহা ফাউন্ডেশন মেডিকেল সেন্টারের উদ্ভোধন

আসাদুল্লাহ

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ১৫:২৭
আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৬:১০

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া লক্ষিপুর গ্রামে সালেহা ফাউন্ডেশন মেডিকেল সেন্টারের উদ্ভোধন করা হয়েছে।

 

শুক্রবার (২৫ অক্টোবর) সালেহা ফাউন্ডেশন মেডিকেল সেন্টারের সভাপতি আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন  এ শুভ উদ্ভোধন ঘোষণা করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের রেডিওলোজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ এইচ এম তোহরুল ইসলাম এবং গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. নুরে আতিয়া লাভলী।

আরোও উপস্থিত ছিলেন, জাবালুন নুর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলীম, নাটোর জেলা পি টি আই এর সুপারিন্টেন্ডেন্ট রুহুল আমিন, ৪ নং বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর আর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এ এইচ এম তোহরুল ইসলাম বলেন, আমদের এলাকার শিক্ষা ব্যবস্থার জন্য একটা মাদ্রাসা নির্মাণ করা হবে যেখানে গরিব ছেলে মেয়ে গুলো বিনা খরচে লিখা পড়া করবে, চিকিৎসা কেন্দ্র থাকবে যেখান থেকে অল্প খরচে ৫০/- টাকায় সবাই চিকিৎসা নিতে পারবেন প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। আল্ট্রাসনোগ্রাম, রক্ত পরিক্ষা এবং প্রস্রাব পরিক্ষা করতে পারবেন ৫০% ছাড়ে। ঔষুধও নিতে পারবেন কেনা দামে।

এ ছাড়াও সালেহা ফাউন্ডেশনে থাকছে অসহায় ব্যক্তিদের থাকা খাওয়ার ব্যাবস্থা। এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর