[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

নাচোলে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক নিহত


প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ২৩:০৮

নাচোলে মোটরসাইকেলের ধাক্কায় সমসের আলী (৪৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালকও।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার বেনিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সমসের আলী বেনিপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আর মোটরসাইকেলের চালক রাসেল আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলার মাধবপুরে। তার বাবার নাম তৈয়ব আলী।


নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ‘বিকাল ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনিপুর মোড়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সমসের আলী ও রাসেল আলী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। রাজশাহী নেওয়ার পথে মারা যান সমসের আলী। রাসেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


মনিরুল ইসলাম আরও বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি

ইই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর