[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

সোনামসজিদ সীমান্তে ১৮১ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় ট্রাক আটক

জাহিদুর রহমান

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ২১:০২

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে সোনামসজিদ সীমান্তে ১৮১ বোতল ফেন্সিডিলসহ ভারতীয় পাথর বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত প্রায় সাড়ে ১২টার দিকে সোনামসজিদ বিওপি’র নাঃ সুবেঃ তুষার কান্তি বিশ্বাস এর নেতৃত্বে একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার সংলগ্ন আমদানীকৃত পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় ভারতীয় ট্রাক তল্লাশী অভিযান পরিচালনা করেন।

তল্লাশী অভিযানে ট্রাকের (WB65A1503) ড্রাইভার কেবিনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ও পাথরসহ ট্রাক শিবগঞ্জ থানায় জমা দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর