চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকালে জাতীয় সাংবাদিক সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শহরের বিশ্বরোড মোড়ে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবে এসভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আলেক উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ কাজী মাহমুদুল হাসান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব মোঃ হাসান সরদার জুয়েল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অর্থ সচিব মোঃ আবেদ আলী, রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক নূরে ইসলাম মিলন ও রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব মোঃ ফয়সাল আজম অপু। এছাড়াও অন্যান্য গনমাধ্যমের স্থানীয় সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন বলেন, তথ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমরা বলেছি সাংবাদিকদের বিরুদ্ধে সকল কালাকানুন বাতিল চাই। জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করে। সাংবাদিকদের রাষ্ট্রের জন্য ও সমাজের জন্য কাজ করতে হবে।
প্রধান বক্তা মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, 'বাংলাদেশের সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হবে। সাংবাদিকরা কোন বিপদে পড়লে যেন সে একটি জায়গায় দাঁড়ানোর সুযোগ পাই, অন্যান্য সাংবাদিকদের সহযোগিতা পাই এই লক্ষ্যে মরহুম আলতাফ হোসেন জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি দীর্ঘ ৪৩ বছর এই সংস্থার নেতৃত্ব দিয়েছেন।'
বক্তব্যে সকলেই মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করেন এবং তারা আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন ভূমিকা পালন করার কথা বলেন। শেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: